ধূমপায়ীরা জানেন না কফির আসল স্বাদ
যারা ধুমপান করেন তারা নাকি কফির আসল স্বাদ উপভোগই করতে পারেননা৷ সম্প্রতি এক গবেষণায় প্রমাণ হয়েছে এমনই এক তথ্য৷ ফ্রান্সের পিটিই-স্যালপেট্রিইরি হাসপাতালের গবেষক নেলি জেকব ও তার সহকারিরা এক গবেষণা করে দেখেছেন, যারা সিগারেট খেতে অভস্ত তারা কফির আসল বুঝতে পারেন না৷ যারা ধুমপান ছেড়ে দিয়েছেন এই উপসর্গ তাদের মধ্যেও পরিলক্ষিত হয়৷ গবেষকেরা জানিয়েছেন, ধূমপানের ফলে ব্যবহৃত তামাক থেকে টক্সিন ক্যামিকেল নির্গত হয় যা ধুমপায়ীদের স্বাদগ্রহনের ক্ষমতা কমিয়ে দেয়৷ এছাড়াও এগুলি জিভের স্বাদগ্রন্থিতেও...
Posted Under : Health News
Viewed#: 24
See details.

